ঘেরাটোপ (পর্ব-১৭)
সুস্মিতার নিজের প্রতি ঘৃণা জাগে। যেদিন পাকাপাকি ভাবে ওয়েস্টার্ন এজ ছেড়ে চলে আসবেন বলে সুরেশকে জানিয়েছিলেন, সুরেশ সহাস্যে বলেছিলেন, “এদেশে মিউচুয়াল ডিভোর্স পাকাপাকি হতে কত বছর লেগে যায় তুমি জানো না ডিয়র। আই উইল ড্র্যাগ ইউ থ্রু ইট! বরং এই এ্যাফেয়ারটাকে তুমি এ্যাকসেপ্ট করে নিতে পারতে।” “এ্যাকসেপ্ট!” রাগে গালাগালি বেরিয়ে গিয়েছিল সুস্মিতাশ্রী পনিরসেলভমের। আবারও হেসেছিলেন সুরেশ, ‘তুমি হেলায় তোমার যেটুকু ছিল সেটুকুতেও লাথি মেরে চলে যাচ্ছ।” (ধারাবাহিক রচনা, পর্ব ১৭)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 11 January, 2025 | 69 | Tags : the-siege serialised novelette series seventeen